ঢাকাশুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নিখোঁজ আ.লীগ নেতাকে পাওয়া গেলো বস্তায়

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৭ জুন ২০১৭ , ০৭:৫৪ পিএম


loading/img

গাজীপুরে বস্তা খুলে আওয়ামী লীগের নিখোঁজ এক নেতাকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম বদিউল আলম ভূঁইয়া। তার বয়স ৬২ বছর।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৪নং সরারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বেড়াইদের চালা গ্রামে আজ সকালে শ্রীপুর টেক্সটাইলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে রাখা চটের বস্তার ভেতর থেকে গোঙানির শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে বদিউলকে উদ্ধার করে।

সেসময় তার শরীরে ময়লা-কাদা লেগে ছিল। স্থানীয়দের সহযোগিতায় তার শরীর পরিষ্কার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া বদিউল আলম ভূঁইয়া জানান, ২০১৪ সালে তার এলাকার ২০ লোককে বিদেশ পাঠানোর জন্য ঢাকার আশকোনার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সাগর খান নামের এক ব্যবসায়ী ৩৫ লাখ টাকা নিয়েছিলেন।

বিজ্ঞাপন

পরে তিনি তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হয়। এই ব্যবসায়ী টাকা ফেরত দিতে নানা টালবাহানা করতে থাকলে তিনি নিজেই জমি বিক্রি করে ২০ জনের টাকা ফেরত দেন। সাগর নামের ওই ব্যক্তি গত বৃহস্পতিবার টাকা দেয়ার কথা বলে ঢাকার আশকোনা অফিসে তাকে ডেকে নিয়ে যান। তিনি ওই দিন সাগর খানের সঙ্গে ইফতার করেন। খাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন।

বদিউল আলম ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গেলো বৃহস্পতিবার সকালে এগারসিন্ধুর ট্রেনে করে তার বাবা ঢাকায় সাগর নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কারণে দেখা করতে যান। ওই দিন সন্ধ্যার ট্রেনে তার বাড়ির উদ্দেশে রওনা হবার কথা ছিল। কিন্তু বিকেল থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। তার বাবার সঙ্গে কে বা কারা এমনটা করেছেন, তা তার জানা নেই বলে তিনি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকায় রহস্যজনক মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |